সিন্দাবাদের
কবিতাগুচ্ছ
১
নীচু হয়ে দেখি
কামিনী ক্ষেত ধরে বানপ্রস্থ হেঁটে গেল
সসাগরা ছুঁলে পর
অজানা ভালুক জ্বর,
সূর্যের অতিপাশে
তিল বুকে কন্দর্প পুরুষ
পুড়ে যাচ্ছে মুখে
দেওয়া আধখানা ডিম
জারণে দাঁতের
গবাদি উঠে এলে
গ্রামকে গ্রাম হাঁ
মুছে নেবে নিজাম বালক
২
আমাদের ধারণা ছাত
থেকে লাফ দিলে লুফে নেবে অপার বেদানা
এসব ভুল, আসলে মিথ
অনুযায়ী প্রতিটা আলোতে জোনাকি নামক মাছ থাকে
রোদ এলে তারা গাছ
পাড়ে, গবাদির ক্ষেতের নগরে
অনাহারে কাটালে ওই
পোকা মৃচ্ছকটিক...
৩
চারপুরুষ ধরে
রাজাদের তরোয়াল দেখি
মাছ চেরা বঁটির
ধারালো
আমার তো সোনা সোনা
বোধ হয়
অস্ত্র পাশে
কংসাবতী ঝুপ তুলে নিল ব্রহ্ম বিপণী
চুপ করে থাকি,
ম্যানিয়াক বিকেল,
চার পায়ে কেঁদে নিল হাইড্রো নগরী
৪
একটা জীবন্ত
রাজহাঁস
আর
পালকের মাদক থলি
উড়ে গেল, বন নেমে
আসে কঙ্ক কোমরে
নালিকাটা সুখ- তুমি তো বাড়ন্ত
অথচ অসুখ মদীয় জেনে, ভুলে খোলো
অমানিশা যোনি
হাইড্রো নিজাম জেগে হাওয়ার টাওয়ারে
...আকেলি অশনি
0 comments:
Post a Comment