• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Sunday, May 26, 2019

।। বাক্ অনলাইন ।। ১৩৬ তম সংখ্যা ।। কবিতা - কৌস্তভ গঙ্গোপাধ্যায় ।।




সিন্দাবাদের কবিতাগুচ্ছ

নীচু হয়ে দেখি কামিনী ক্ষেত ধরে বানপ্রস্থ হেঁটে গেল
সসাগরা ছুঁলে পর অজানা ভালুক জ্বর,
সূর্যের অতিপাশে তিল বুকে কন্দর্প পুরুষ

পুড়ে যাচ্ছে মুখে দেওয়া আধখানা ডিম
জারণে দাঁতের গবাদি উঠে এলে

গ্রামকে গ্রাম হাঁ মুছে নেবে নিজাম বালক


আমাদের ধারণা ছাত থেকে লাফ দিলে লুফে নেবে অপার বেদানা
এসব ভুল, আসলে মিথ অনুযায়ী প্রতিটা আলোতে জোনাকি নামক মাছ থাকে
রোদ এলে তারা গাছ পাড়ে, গবাদির ক্ষেতের নগরে
অনাহারে কাটালে ওই পোকা মৃচ্ছকটিক...


চারপুরুষ ধরে রাজাদের তরোয়াল দেখি
মাছ চেরা বঁটির ধারালো
আমার তো সোনা সোনা বোধ হয়

অস্ত্র পাশে কংসাবতী ঝুপ তুলে নিল ব্রহ্ম বিপণী

চুপ করে থাকি, 

ম্যানিয়াক বিকেল, চার পায়ে কেঁদে নিল হাইড্রো নগরী


একটা জীবন্ত রাজহাঁস
আর পালকের মাদক থলি
উড়ে গেল, বন নেমে আসে কঙ্ক কোমরে 
নালিকাটা সুখ- তুমি তো বাড়ন্ত
অথচ অসুখ মদীয় জেনে, ভুলে খোলো
অমানিশা যোনি
হাইড্রো নিজাম জেগে হাওয়ার টাওয়ারে
 
...আকেলি অশনি

My Blogger Tricks

0 comments:

Post a Comment