Sunday, June 9, 2019
জানলা
আমি তোর
জানলা ছিঁড়তে গিয়ে দেখি
শিকগুলোর
এলোমেলো গর্জন। যেন
সৌন্দর্য
রাখা হয়েছে হাওয়া আটকাতে
আলো কিছু
ঠিকরে আছে ফ্রেমের
উপরে। ওপার
থেকে
মৃগনাভি
আসছে
শকুন্তলা তুই
নিজের
জন্তুকে মাফলারে জড়িয়ে
তুই অন্যের
শীত
ধরে রাখিস
অন্য কোনো
শকুন্তলাকে পেলে
তার সামনে
আমি তোকে
খুলে বলব সব
অভিশাপ
শ্রাবণের সকালবেলায় কলঘরের দরজায় হাত রেখে
দুঃখিত দাঁড়িয়ে থাকবি তুই
ভিতরে বাইরে জলশূন্য
একা
শেষ লাইনে এসে
সম্পর্কটা অচিকিৎসনীয়ভাবে
বন্ধ হয়ে গেল
কবিতা যেমন
শেষ লাইনটা লেখা হয়ে গেলে
তাকে আর বাড়ানো চলে না
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment