• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Thursday, May 16, 2019

।। বাক্ অনলাইন ।। ১৩৬ তম সংখ্যা ।। কবিতা - মাসুদার রহমান ।।



শার্লক হোমস, ওরা তিনজন


৩.
মিস মাটিনোর হাতঘড়ি; ডিম ভুলে সেদ্ধ করতে দেওয়া হল

কবিদের ‘যা-ইচ্ছে-তাই’ ভুলো-মন!

চুলোয় রান্না চাপিয়ে ডুবে গেছে স্যার আর্থার কেনাল ডয়েলে

দুপুর। বিকেল। সন্ধ্যা।
আলো-নেভানো সোনাপাড়া

বাড়ির সামনে জোড়া ঘোড়াটানা টমটমে
অদ্ভূত আগুন্তক!

আগুন্তক! চুলোর উপরে বসানো টগবগেহাড়ি থেকে
সেদ্ধ হওয়া ঘড়িটির সমস্ত কলকব্জা
পিরিচে খুলে নিয়ে 
টমেটো কেচ-আপ যোগে টপাটপ খেয়ে নিচ্ছে



৪.
শালবন। ওপারে সুচিত্রা সেনের বাড়ি

নির্জন বাংলো থেকে বাড়িটির চিলেকোঠা দেখা যায়, আবার যায় না

আকাশও অপবিত্র হয়!

আকাশ পবিত্র থাকলে প্রতিমাসে একবার বনের মাথায় পূর্ণচাঁদ ওঠে

সত্য আর মিথ্যে সহোদর দুইবোন এই নিয়ে ঝগড়া করলেও
বিশ্বাস করি, চাঁদ বনের ওপারে বাড়িটির মেয়ে
সূচিতা সেন
চিলেকোঠা বেয়ে আকাশে উঠেছে

৫.
উঁচু দেয়াল ঘেরা বাড়ি। বাড়িটিতে কারা থাকে?

নরম আলো আসে বিকেলের। একটি বেড়াল দেয়ালের উপরে
পেট বিছিয়ে শুয়ে থাকে
ব্যস্ত শহর কখনো এই দৃশ্যের কাছেও আসেনি

সন্ধ্যার আলো জ্বলে উঠছে সড়কে। একটি পাখি নিঃশব্দে উড়ে গেলো
বাড়িটির উঠোনের গাছে
মনে হল, নিঃশব্দতা জমা আছে দেয়ালের ওপারে

তালা আটা দরজাটি কেউ কী খুলেছে কখনো?

সদর ফটকে আজ সারাদিন দাঁড়িয়ে রয়েছে শ্রীযুক্ত ওয়াটসন



My Blogger Tricks

0 comments:

Post a Comment