• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Thursday, May 16, 2019

।। বাক্ অনলাইন ।। ১৩৬ তম সংখ্যা ।। কবিতা- রাজা সিংহ ।।





টাঙানো হাসি

আমার লেখা পড়তে গেলে অনেকেরই চা ঠান্ডা হয়ে যায় 
সেই ঠান্ডায় তা দিয়ে কবিতা ভাইরাল হলো আজও
কলকল করে ভদ্রতা বয়ে চলেছে অভদ্রতার দিক রেখে
দিকে দিকে চমকে যাওয়া দরজা গুলোয় হদিসের হাসি টাঙিয়ে রাখতে হয়েছিলো 'কারণ'
চৌকাঠের ভীষণ তাড়ায়

আমাদের কেউ জল উচ্চারণ করতে সাহায্য করছেনা
উচ্চারণের কোথাও তেষ্টা নেই জল পাড়ি দিলো কোনো অন্য দূরে
অন্য বল্লেই কেউ দেশ হয়না নিজেরই ভিতর দিকে চিত্তের সাঁকো
এতো ঢেউ ঢেউ আপন; গলায় স্বপ্ন নেই, নাকি ছলাৎ অব্দি রোগ ?
বার্লির গর্ত জানে প্রতিশ্রুতি সত্যি আর মিথ্যের ফাঁক বুঝে ওড়ে

!
?

My Blogger Tricks

0 comments:

Post a Comment