Thursday, May 16, 2019
টাঙানো
হাসি
আমার লেখা পড়তে গেলে অনেকেরই চা
ঠান্ডা হয়ে যায়
সেই ঠান্ডায় তা দিয়ে কবিতা ভাইরাল
হলো আজও
কলকল করে ভদ্রতা বয়ে চলেছে
অভদ্রতার দিক রেখে
দিকে দিকে চমকে যাওয়া দরজা গুলোয়
হদিসের হাসি টাঙিয়ে রাখতে হয়েছিলো 'কারণ'
চৌকাঠের ভীষণ তাড়ায়
আমাদের কেউ জল উচ্চারণ করতে
সাহায্য করছেনা
উচ্চারণের কোথাও তেষ্টা নেই জল
পাড়ি দিলো কোনো অন্য দূরে
অন্য বল্লেই কেউ দেশ হয়না নিজেরই
ভিতর দিকে চিত্তের সাঁকো
এতো ঢেউ ঢেউ আপন; গলায় স্বপ্ন
নেই, নাকি ছলাৎ অব্দি রোগ ?
বার্লির গর্ত জানে প্রতিশ্রুতি
সত্যি আর মিথ্যের ফাঁক বুঝে ওড়ে
!
?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment