অর্থ থেকে অনর্থের দিকে
উড়ে যাচ্ছে হাওয়া
অবগাহনের সন্ধে ঝাপট দিয়েছে তার ডানা
চলন- বিল যাওয়া ওদের আটকাও
বাড়িতে বসাও, অকুস্থলে
চাপিয়েছি ভাত
অকুস্থলে শূণ্যতা টগবগ করছে
না- শব্দেরা বিরক্ত করোনা, যদি
অঙ্ক ভুলে যাওয়া নদী
বাইরে আসতে চায়, তাকে
প্রেম, পূজা পর্যায় দিতে পারো
জল যেন চুপ
বসে হিয়া সান্যালের দুই চোখে
চোখ যেন চঞ্চু থেকে
ঝরায় পুরোনো অনুষ্টুপ, আজ
খুবই দুঃসময়, চোখ
থেকে দৃষ্টি, দৃষ্টি থেকে
বিভ্রমেরা ছুটি চাইছে, কবিতার
বাচ্যাতিত চলে যাচ্ছে অনর্থের দিকে
জলজপঙক্তিতে একা ছটফট করেছে
0 comments:
Post a Comment