• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Saturday, June 8, 2019

।। বাক্ অনলাইন ।। ১৩৬ তম সংখ্যা ।। কবিতা - মণিদীপা সেন ।।




এলিয়েন ও মিউট্যান্টরা ২
 

 
চকোলেট আস্তরণে অস্থায়ী
বুটিঘাম। ঘড়ির জিভ 
গলনাঙ্ক পর্যন্ত যায়

২.
এক মিউজিক মিউজিয়াম। সুরের ফাঁপা হাড়
তুলো ঠাসা; মখমলে সাজানো লয়।
সোনার জল করা আলোয় 
কানপাতায় হাত রাখছ। 
দেখছ, রাশিকৃত এঁটো শালপাতা।

অন্ধকার, কড়িবরগা। আমার বুকে পাথর ডুবে যাওয়া স্বপ্ন- বারবেলার কিছু আগের মাধুকর, তার ধামাভরা চাল- আনাজ, প্রখর রোদে শুকিয়ে ওঠা দেওয়ালের নোনা ঝুঝঝুরে সময়ের ঘুণধরা তিনকা থেকে খসে যায়।

একশো মানুষের মাঝে হা হা করা শূন্যতা, যেন সেই বৃদ্ধার ঘোলা চোখ; লিচুর শাঁসের মত সাদা ছানি। তার কলাই করা বাটি থেকে লাল দানাদার তুলে খেয়েছিলাম আমি। 

সব খবরের শিরোনামে থেমে যাই। খিদের গা থেকে গোবিন্দভোগ চালের গন্ধ। কারা যেন কালো তিল ছড়িয়ে গেছে স্নানঘরের চৌকাঠ বরাবর। ওপারে তারা বসে। সমুখে কলাপাতার ময়নাতদন্ত শরীর। 

আমার স্বপ্নে ফিরে আসে শৈশবের লোলচর্ম বৃদ্ধ মাধুকর। ক্ষীণ কন্ঠে থেমে থেমে ডাকে, " জয় মা... জয় মা... "

পুরোনো একটাকা নিয়ে ছুটে যাই। 


অন্ধকার থেকে ফালকাটা আলোয়
উজ্জ্বল খয়েরী দানা, 
কাটা মাথা শুয়োরের মত বুজে থেকো না। 
   
বুঝি। বুঝিয়ে দিতে দিতে নিই 

সমুজ্জ্বল ক্রোধ, আমায় অন্ধত্ব দেয় । 
দেয় জিরাফের নিষ্ফল  চুপ!

টিউবগলা বারান্দায় হিমজমাট উত্তাপ। উপশহর থেকে স্তব্ধতা তুলে, ক্রিস্টাল তরলে রমণ এফেক্ট। 
উৎস থেকে গন্তব্য - হীন।
পর্ণমোচী স্বভাব নিয়ে কিছু গাছ
বৃষ্টিঅরণ্যে আশ্রিত।       

My Blogger Tricks

0 comments:

Post a Comment