• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Sunday, May 19, 2019

।। বাক্ অনলাইন ।। ১৩৬ তম সংখ্যা ।। কবিতা - অনিকেশ দাশগুপ্ত ।।






বৃত্ত

উৎসর্গে এসো
আমাদের মুলতুবি উপত্যকা 
বিস্তৃত সেতুর অধক্ষেপ
তোমার অনুরোধ জুড়ে ভুল ঠিকানা যেভাবে 
ঘনীভূত তৃষ্ণায়, 
তথাকথিত  মাংসেরা ঢেকে ফেলে নেশাচ্ছন্ন রুহ্
এবং মাংসেরা খোঁজে
                  আরো উন্নত মাংসের বিস্ময়

ভেঙে ফেলা রক্তিম ফুলদানি 
অথবা নিস্তেজ গোল্ডফিশের 
চোখ খোলা প্রাত্যাহিকতায়
        যেভাবে আটকে পড়ে নিজেদের বৃত্ত


বহতা সময়

আরেকবার চোখ বুজি
পুরনো ঘরের মতো খুব চেনা শীতলতা
ঝুল বারান্দায় বিকেলের জীর্ণ আভা
ঘরে ফেরার যত অসম্ভব অনুশীলন
এই ঘরের ভেতর আরো  নিবিড় ঘর
এই ঘরের ভেতর মুখ ফেরানো  বিমর্ষ সময় ...

আমি তোমার দিকে তাকাই তবু আচ্ছন্ন পাহাড়
আমি তোমার দিকে কখনো বিশ বাঁও সংসার ...

নিষেধ,অরণ্য আর স্বতঃস্ফূর্ত জন্তুর দমক 
ঘষা কাঁচ আর নুয়ে পড়া অবকাশে -
এখনো তুমি রাস্তা ভুল করো  ,
এখনো তুমি মাঝদরিয়ায় চেঁচাও
                          ‘ঈশ্বর!হে ঈশ্বর!’





My Blogger Tricks

0 comments:

Post a Comment