Monday, June 10, 2019
সীমান্তসংবাদ
কিছু
বোলোনা
চুপ
করে যাও
চারদিকে
রাজার প্রহরী
সময়
ভালো নয়
কিছু
বোলোনা
চুপ
করে যাও
সীমান্তপ্রদেশে
এই গ্রামে
ঘরে
ঘরে জ্যান্ত ইতিহাস
কিছু
বোলোনা
চুপ
থাকো
বন্ধু
বন্ধুকে নদীতে যেতে ডাকে না
কারণ
বন্ধুর ডাকে বন্ধু নদীতে যায় না
কে
কোথায় থাকে কে জানে
যদি
ছোরা মেরে দেয়
সীমান্তপ্রদেশে
এই গ্রাম
সব
রাজ্যই নিজের বলে মনে করে
গ্রামবাসীরা
জানে না
কোন
রাজা তাদের আসল রাজা
এই
রাজা, সেই রাজা, হেই রাজা, নেই রাজা
যে
যার নিজের মতো রাজা বেছে নেয়
আর
অন্য রাজার প্রজাদের ঘেন্না করে
নিকেশ
করে
ভাই
হুঁকো খেলে
অম্বুরী
তামাকের গন্ধে ভাই সন্দিহান হয়
কাল
তো বিড়ি চুষতো
আজ
অম্বুরী? সেই রাজার স্বর্ণমুদ্রা, না?
যারা
স্বর্ণমুদ্রা দেখেনি কোনদিন, তারা ক্রুর চোখে তাকায়
যারা
পুঁতে রেখেছে, তারা জলদি গলিয়ে ফেলে
নিঃশব্দে
সীমান্তপ্রদেশে
এই গ্রামে
বোকারা
বকে
বুদ্ধিমানরা
বকায়
চুপ
থাকো।
ময়লা
পোশাকে নিজের ঘামের গন্ধ থাকে
নিজের
তো, তাই ভেবে সেসবই পরতে থাকো
হঠাৎ
অন্য পোশাকে দেখলে
পাড়ার
কুকুরটাই চ্যাঁচায়
তা
মানুষের আর দোষ কি!
সীমান্তপ্রদেশে
এই গ্রাম
চাপা
গুনগুন বয়ে যায়
কেউ
চুপ থাকে না
সবাই
অন্যকে চুপ করাতে চায়
কুয়োয়
জল আনতে গিয়ে মেয়েরা ফিসফিসায়
ক্ষেতের
আলে দেখা হলে দুজন চাষা
ষড়যন্ত্র
করে
পুকুরপাড়ে
দাঁত মাজতে মাজতে
মাথা
খুব কাছাকাছি এনে
মৌরসীরা
খুব ঘাড় নাড়ে
যে
যার ক্ষুদগন্ধ শুঁকে নেয়
চুপ
থাকো
কথা
বোলোনা
নদীর পাড়ে বসে বাঁশি বাজানোর সময় এটা নয়
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment