• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Friday, May 17, 2019

।। বাক্ অনলাইন ।। ১৩৬ তম সংখ্যা ।। কবিতা - রাণা বসু ।।






ভারী শব্দের আওয়াজ
ভিতর ভিতর কল্যানী পৌঁছে যায়
পাথর হাতে নিয়ে বসে থাকি
কখন একটা পাখি উড়ে এসে বসবে
আমি ছুঁড়ে মারব পাখিটার দিকে
পাখিটা উড়ে যাবে



কাল থেকে একটা শব্দ নিয়ে
বসে আছি
আর কোনো শব্দের কথা মনেই
করতে পারছি না
দেখছি এবারেও মেঘ থেকে
জল পড়ছে আর আকাশ কালো করে এল
উল্টোদিকে বসা মেয়েটা
সিঁদুরের কৌটো হাতে নিয়ে
একমনে জানলার বাইরের দিকে
তাকিয়ে আছে


আলমারির মাথায় একটা
থার্মোকলের ঘর রাখা আছে
ওটা তৈরীর সমস্ত সরঞ্জামের দোকান
আর তাদের ঠিকানা
আজ ওটার সাথে জড়িয়ে আছে
আমি জানি ঘরটা একদিন
নিজের ভিত গড়ে নেবে
তারপর আরও একটা ঘর
তার ভিতরে রাখা আলমারির মাথায়
রাখা হবে
শুধু তখন
এই দোকানগুলোর কোনও অস্তিত্ব থাকবে না


যাবার সময় যতটা আলো ছিল
ফেরার সময় তার একটুও দেখা যাচ্ছে না
অন্ধকারের প্রতিনিধি আমি দূরে আলোয় দাঁড়িয়ে থাকা
দুটি বালক বালিকাকে ক্যানসারের অপকারিতা
ও সালোকসংশ্লেষের ব্যাপারে কিছু বলতে চাই





My Blogger Tricks

0 comments:

Post a Comment