Friday, May 17, 2019
১
ভারী শব্দের আওয়াজ
ভিতর ভিতর কল্যানী পৌঁছে যায়
পাথর হাতে নিয়ে বসে থাকি
কখন একটা পাখি উড়ে এসে বসবে
আমি ছুঁড়ে মারব পাখিটার দিকে
পাখিটা উড়ে যাবে
২
কাল থেকে একটা শব্দ নিয়ে
বসে আছি
আর কোনো শব্দের কথা মনেই
করতে পারছি না
দেখছি এবারেও মেঘ থেকে
জল পড়ছে আর আকাশ কালো করে এল
উল্টোদিকে বসা মেয়েটা
সিঁদুরের কৌটো হাতে নিয়ে
একমনে জানলার বাইরের দিকে
তাকিয়ে আছে
৩
আলমারির মাথায় একটা
থার্মোকলের ঘর রাখা আছে
ওটা তৈরীর সমস্ত সরঞ্জামের
দোকান
আর তাদের ঠিকানা
আজ ওটার সাথে জড়িয়ে আছে
আমি জানি ঘরটা একদিন
নিজের ভিত গড়ে নেবে
তারপর আরও একটা ঘর
তার ভিতরে রাখা আলমারির মাথায়
রাখা হবে
শুধু তখন
এই দোকানগুলোর কোনও অস্তিত্ব
থাকবে না
৪
যাবার সময় যতটা আলো ছিল
ফেরার সময় তার একটুও দেখা যাচ্ছে
না
অন্ধকারের প্রতিনিধি আমি দূরে
আলোয় দাঁড়িয়ে থাকা
দুটি বালক বালিকাকে ক্যানসারের
অপকারিতা
ও সালোকসংশ্লেষের ব্যাপারে
কিছু বলতে চাই
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment