Thursday, May 23, 2019
১.
বাদামী
খোলা ছাড়িয়ে
দিদিমণি
ইতিহাস খায় আর হাসে,
আমি
দেখি দিদিমণির দুই ঠোঁট
এক
ফেরিওয়ালার গল্পের লেন
নেভা
হ্যারিকেনে
গলিপথের
পোড়া পলতে,
নুয়ে
নুয়ে হাঁটে...
২.
মানুষটা
অতীত হয়ে গেছে,
বটগাছের
আশ্রয়ে এখন বাড়ি
নুয়া
ধরে তবু হেঁটে যাওয়া
সিঁদুর
কৌটোর পাড়ে
তবু
তবু
নির্ণেয়ফলে
মানুষ
বীজরূপ সারি-
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment