আমরা মৃত্যুর পথে যাবো যদিনা ঈশ্বরকে হত্যা করে থাকি
ওহ্, বুদ্ধিভ্রষ্ট শাসনের প্রস্তর!
আমি তোমাকে বলেছি :
সমুদ্রের কথা শুনেছি আমি
পড়েছিলাম সমুদ্রের কবিতায় আমার আয়াত
নিদ্রাকাতর ঘন্টার ধ্বনি শুনেছি আমি
ঝিনুকের খোলসের ভিতরে
আমি গেয়েছি সেই ব্যক্তিগত গান
শয়তানের বিবাহে ও উপকথার অনুষ্ঠানে
আমি তোমাকেই বলেছি :
তোমার দিকেই চেয়ে
ইতিহাসের বৃষ্টি এবং কোনও উজ্বল দূরত্বের
মনগড়া কাহিনি ও বসবাস
কারণ আমি আমার চোখ রেখেছি জাহাজসমূহে
আমি তোমাকেই বলছি আবার,
তোমাকেই দেখেছি
সমস্ত দূরত্বের প্রথম পদক্ষেপে
এবং আগুন জ্বালিয়েছি
মেঘের মধ্যচ্ছেদে
একে অপরের ক্লান্তিভরে,
টেনে চলেছি সমুদ্র ও তার প্রমত্ত ঢেউ
পাহাড় ও জঙ্গল
তৈরি করেছি গর্ভবতী রাতের জন্য
এক জন্মভূমি
ধূসর এক শিকড়ের মধ্যে দিয়ে,
এক গানের ঘাসজমির মধ্যে দিয়ে,
এবং বজ্রবিদ্যুতের মধ্যে দিয়ে,
তৈরি করেছি আগুনের চারণভূমি
নির্মিত মমির সময়ে।
0 comments:
Post a Comment