• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Tuesday, May 21, 2019

।। বাক্ অনলাইন ।। ১৩৬ তম সংখ্যা ।। কবিতা - গৌরাঙ্গ মণ্ডল ।।




অনিশ্চিতের খেয়াল

যাত্রীরা জীবন্ত নয়
নিসাড়, অপেক্ষাহত

শববাহী ট্রেন
একই সাথে দাই-মা ও যম

অলীক দায়িত্বে তারা
যে যার আঁতুড় আর পেতে ধরছে  
                               কবরের তল


মধ্যরাত।  নিরালম্ব ধার

কবিরা ঘুমোচ্ছে জেনে
আকাশে উধাও হল তাক

এই তো সময়। তবু
নিজেকে মালিক ভেবে অশৌচ করিনি তার
                                           চন্দ্রাবৃত ব্রণ


অভিজ্ঞতাহীন। এই অনুষঙ্গ প্রতারণা করে

ভিন্নমত--  শজারু, করলা

এমন বিভ্রান্ত হলে 
কাকে বলব ভীতি, কাকে বলব নিরাময়!



সংসার

ব্যাঘাত ছোঁ মেরে আছে উঠোনের দিকে

অপলক দৃশ্য
ঝরে নামছে মাটি

এই ভাঙা বাড়ি আর বাঁশির ফুটোয়
মাটি লাগলে সুর থেমে আসে

সুযোগে সরছে না। চার লাগোয়া দেওয়াল
সুখ, সে তো এমনই রয়েছে শোকে, আলিঙ্গনহীন





রাজ্য-লোপাট


কবুল কবুল কবুল

তিন সত্যি করিয়াছি। বাকি... 
এতে গন্ধে পুষ্প মরে যাক

কবুল কবুল কবুল

লাল শালু বাঁধিয়াছি
কল্কে ও কনের খুঁটে
নেশা, সুখ
দুটোই কামান

কবুল কবুল আর এ-ভুল বিবাহে
জলকন্যা ঘিয়ে মন্দে
সোনালী কুমিরা

নাগর শাসন করতে
শূলে চড়িয়েছ দম্ভে তোমারই মদিরা




বিবাগী

দীর্ঘবাস গ্রহনের নয়

অস্তিত্ব না ভেঙে হাঁস
অকস্মাৎ খোঁজে

যেমন স্তনের ঘোর, অভিজাত ধাক্কা বলতে নিরালাপ বোঝে

নিজেকে সঙ্গমে এনে
বেদম বেদম পেটালাম

যতটা অবৈধ ছিল
কফ, বীর্য, থুতু ঢেলে
কী এক আক্রোশে

বিভ্রান্তি ছাড়িয়ে দিচ্ছি 
নর্দমায় সেঁটে দিচ্ছি নিরালম্ব দেহ

তারই বা কী ভ্রম বলো, আপত্তি এদিকে কেন বারবার ঝোঁকে!
 
My Blogger Tricks

0 comments:

Post a Comment