Tuesday, May 21, 2019
অনিশ্চিতের খেয়াল
১
যাত্রীরা
জীবন্ত নয়
নিসাড়,
অপেক্ষাহত
শববাহী
ট্রেন
একই
সাথে দাই-মা ও যম
অলীক
দায়িত্বে তারা
যে
যার আঁতুড় আর পেতে ধরছে
কবরের তল
২
মধ্যরাত। নিরালম্ব ধার
কবিরা
ঘুমোচ্ছে জেনে
আকাশে
উধাও হল তাক
এই
তো সময়। তবু
নিজেকে
মালিক ভেবে অশৌচ করিনি তার
চন্দ্রাবৃত ব্রণ
৩
অভিজ্ঞতাহীন।
এই অনুষঙ্গ প্রতারণা করে
ভিন্নমত-- শজারু, করলা
এমন
বিভ্রান্ত হলে
কাকে
বলব ভীতি, কাকে বলব নিরাময়!
সংসার
ব্যাঘাত
ছোঁ মেরে আছে উঠোনের দিকে
অপলক
দৃশ্য
ঝরে
নামছে মাটি
এই
ভাঙা বাড়ি আর বাঁশির ফুটোয়
মাটি
লাগলে সুর থেমে আসে
সুযোগে
সরছে না। চার লাগোয়া দেওয়াল
সুখ,
সে তো এমনই রয়েছে শোকে, আলিঙ্গনহীন
রাজ্য-লোপাট
কবুল
কবুল কবুল
তিন
সত্যি করিয়াছি। বাকি...
এতে
গন্ধে পুষ্প মরে যাক
কবুল
কবুল কবুল
লাল
শালু বাঁধিয়াছি
কল্কে
ও কনের খুঁটে
নেশা,
সুখ
দুটোই
কামান
কবুল
কবুল আর এ-ভুল বিবাহে
জলকন্যা
ঘিয়ে মন্দে
সোনালী
কুমিরা
নাগর
শাসন করতে
শূলে
চড়িয়েছ দম্ভে তোমারই মদিরা
বিবাগী
১
দীর্ঘবাস
গ্রহনের নয়
অস্তিত্ব
না ভেঙে হাঁস
অকস্মাৎ
খোঁজে
যেমন
স্তনের ঘোর, অভিজাত ধাক্কা বলতে নিরালাপ বোঝে
২
নিজেকে
সঙ্গমে এনে
বেদম
বেদম পেটালাম
যতটা
অবৈধ ছিল
কফ,
বীর্য, থুতু ঢেলে
কী
এক আক্রোশে
বিভ্রান্তি
ছাড়িয়ে দিচ্ছি
নর্দমায়
সেঁটে দিচ্ছি নিরালম্ব দেহ
তারই
বা কী ভ্রম বলো, আপত্তি এদিকে কেন বারবার ঝোঁকে!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment