Thursday, June 6, 2019
অপেক্ষা-নিশ্চুপ
পা অপেক্ষাশূন্য হলে পথিকেরা
লক্ষ্যভ্রষ্ট হয়...
কথাটি যখন বলছিলাম, সাঁকোর পাখিটি
হেসেছিল।
তুমি অকারণে রেগে গিয়ে, ফিরতি বাস
খুঁজেছিলে,
আমি পাখিদের শ্লোক শুনেছি নীরবে...
তুমি কখনও দ্যাখোনি ঝড়ে ধুলোর
কাঁপন !
আমি জলের ওপর খোলামকুচির মতন ভাসতে
ভাসতে
অতলে
হারিয়ে গেছি
মেঘে মেঘে কথা কাটাকাটি, চূর্ণ
চাঁদ থেকে ছিটকে আসে জ্যোৎস্নার অহং
ডানাখসা বাদলাপোকা আলো ও অন্ধকারের
তফাৎ করতে জানে...
তুমি অপেক্ষা মানোনি, স্বীকার
করোনি পরাজয়
আমি হেরে যেতে যেতে তোমার জন্য
অপেক্ষাশূন্য জীবন চেয়েছি ।
পথ কি নিশ্চুপশূন্য ?
পথের পরমায়ু তো বাঁধা পথিকের পায়ে
!
পথিকের পায়ে পায়ে ঘোরে ঘাসের
শিশির...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment